চলমান কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ:
বৈদেশিক সাহায্য ও ফাউন্ডেশনের অর্থায়নে,সমাজের বিত্তশালীদের অর্থায়নে:
ক) ধর্মীয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ওযুখানা, বাথরুম নির্মাণ, ইদগাহ, কবরস্থান নির্মান,ইফতারি, কোরবানী ও শীতবস্ত্র বিতরন, এতিম-দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন, টিউবওয়েল (গভীর/অগভীর), স্থাপনসহ জনহতিকর প্রতিষ্ঠান স্থাপন করা এবং ঐ সমস্ত প্রতিষ্ঠান পরিচালনাসহ যাবতীয় কার্যাদি সম্পাদন করা।
খ) সার্বজনীন শিক্ষা সম্প্রসারণে নিরক্ষরতা দূরীকরণে বয়স্ক শিক্ষা, নারী ও শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা।
গ) সমাজের অবহেলিত ও উল্লেখিত অসহায় গরীব দুঃখী, ছিন্নমূল এবং দুঃস্থ মানবতার সেবায় সকল কার্য সমাধান করা।
ঘ) যৌতুক বিহীন বিবাহ সম্পাদনে সহযোগিতা করা এবং নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ কল্পে , এসিড দগ্ধ মানুষের আর্থিক ও চিকিৎসা কার্যক্রম গ্রহণ করা।