সমাধান ফাউন্ডেশনের পরিচিতি

সমাধান ফাউন্ডেশনের পরিচিতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যৌথ মূলধন কোম্পানিজ ফার্মর খুলনা বিভাগীয় সদর দপ্তর হইতে নিবন্ধিত।

রেজি নং- খুলনা-১৩৮/০৫, Email: samadhanfoundation113@gmail.com

‘সমাধান ফাউন্ডেশন’, ঠিকানা: বকচর, বকুলতলা, যশোর-খুলনা রোড,যশোর, বাংলাদেশ।

২। এই সমিতির নিবন্ধিত দপ্তর বাংলাদেশে অবস্থিত থাকিবে।

৩। নিম্নলিখিত উপ-দফায় বর্ণিত উদ্দেশ্যাবলী সামগ্রিকভাবে বা আংশিকভাবে বাস্তবায়নের জন্য এই সমিতি গঠন করা হইল, তবে উক্ত উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার অথবা উপযুক্ত/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করিতে হইবে।

ক) পবিত্র কোরআনের নির্দেশ মোতাবেক ব্যক্তি, পারিবারিক ও সমাজ জীবনের পরিশুদ্ধকরণে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিবা বা নৈশ বিদ্যালয় স্থাপনসহ জনহতিকর প্রতিষ্ঠান স্থাপন করা এবং ঐ সমস্ত প্রতিষ্ঠান পরিচালনাসহ যাবতীয় কার্যাদি সম্পাদন করা।