About

উদ্দেশ্য

১৮৬০ সালের সমিতি নিবন্ধীকরণ আইন

সমাধান ফাউন্ডেশন এর সংঘ স্মারক

১। এই সমিতির নাম হইবে: ‘সমাধান ফাউন্ডেশন’, ঠিকানা: বকচর, বকুলতলা, যশোর-খুলনা রোড,যশোর, বাংলাদেশ।

২। এই সমিতির নিবন্ধিত দপ্তর বাংলাদেশে অবস্থিত থাকিবে।

৩। নিম্নলিখিত উপ-দফায় বর্ণিত উদ্দেশ্যাবলী সামগ্রিকভাবে বা আংশিকভাবে বাস্তবায়নের জন্য এই সমিতি গঠন করা হইল, তবে উক্ত উদ্দেশ্যাবলী বাস্তবায়নের পূর্বে সরকার অথবা উপযুক্ত/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করিতে হইবে।

ক) পবিত্র কোরআনের নির্দেশ মোতাবেক ব্যক্তি, পারিবারিক ও সমাজ জীবনের পরিশুদ্ধকরণে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিবা বা নৈশ বিদ্যালয় স্থাপনসহ জনহতিকর প্রতিষ্ঠান স্থাপন করা এবং ঐ সমস্ত প্রতিষ্ঠান পরিচালনাসহ যাবতীয় কার্যাদি সম্পাদন করা।

খ) ইসলাম ধর্ম ও ইসলামী মূল্য বোধকে দৃঢ়তর করার লক্ষ্যে শিশু কিশোরদের বিভিন্ন শিক্ষাদানসহ ইসলামী কিন্ডার গার্ডেন স্থাপন ও উহার পরিচালনা করা।

গ) সভা, সম্মেলন, ওয়াজ মাহফিল, তফসিরে কোরআন, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ শিবির প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে ইসলামী জীবনাদর্শের ব্যাপক প্রচার ও প্রসারের ব্যবস্থা করা।

ঘ) পিতৃ-মাতৃহীন শিশু কিশোর কিশোরীদের সামাজিকভাবে প্রতিষ্ঠার জন্য যে কোন পদক্ষেপ গ্রহণ করা।

ঙ) বে-ওয়ারিশ মৃতদেহকে সনাক্ত করা এবং সনাক্তকরণে মুসলমান প্রমাণিত হলে দাফনের সর্ব প্রকার ব্যবস্থা করা।

চ) গোরস্থান/কবরস্থান, ঈদগাহ নির্মাণ ও স্থাপন করা সহ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

ছ) জনসাধারণকে প্রাথমিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও পরিচর্যা কেন্দ্র স্থাপন, দাতব্য চিকিৎসালয় ও হাসপাতাল স্থাপন সহ ঐ সমস্ত প্রতিষ্ঠান পরিচালনা করা।

জ) সার্বজনীন শিক্ষা সম্প্রসারণে নিরক্ষরতা দূরীকরণে বয়স্ক শিক্ষা, নারী ও শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন ও পরিচালনা করা।

ঝ) সমাজের অবহেলিত ও উল্লেখিত অসহায় গরীব দুঃখী, ছিন্নমূল এবং দুঃস্থ মানবতার সেবায় সকল কার্য সমাধা করা।

ঞ) যৌতুক বিহীন বিবাহ সম্পাদনে সহযোগিতা করা এবং নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধ কল্পে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা।

প্রদান করা হইল।

ট) জনসাধারণের মধ্যে একতা, শৃঙ্খলা, ভাতৃত্ববোধ সৃষ্টি করা, একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করা, নৈতিক চরিত্রের উন্নতি সাধন করা, সামাজিক মান মর্যাদা অক্ষুণ্ণ রাখা তথা সার্বিক কল্যাণার্থে সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচালনার ব্যবস্থা করা।

ঠ) পরিবেশ রক্ষা আন্দোলনকে জোরদার করা এবং বিশুদ্ধ পানি ব্যবহার ও উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

ড) জনসংখ্যা বিস্ফোরণ ও বেকারত্ব রোধকল্পে কার্যক্রম গ্রহণ করা।

ঢ) সদস্য ও জনসাধারণের যে কোন ধরনের সমস্যা জনসাধারণ, সংস্থা বা সরকারের নিকট উপস্থাপন করা এবং উহার সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করা।

ণ) অবসর সময়ে সদস্যদের চিত্ত বিনোদনের ব্যবস্থা সহ কৃষ্টি, সাংস্কৃতি, ক্রীড়া ইত্যাদি সম্পর্কে যে কোন অনুষ্ঠান, শিক্ষাদান এবং ইহার প্রতিযোগিতার ব্যবস্থা করা।

ত) অর্থনৈতিক স্বচ্ছলতা ও স্ববলম্বী হওয়ার জন্য সঞ্চয়ের মনোভাব সৃষ্টি করা এবং সঞ্চয়ী অর্থের সুযোগ সুবিধা প্রদান পূর্বক অর্থের সঠিক ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

 

 

বৈদেশিক সাহায্য বা অনুদান

১। বৈদেশিক সাহায্য বা অনুদান গ্রহণের ক্ষেত্রে ১৯৭৮ সালের বৈদেশিক সাহায্য অধ্যাদেশ কার্যকরী করা হইবে।